সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (১২-এপ্রিল) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র‌্যাবের-১২ এর একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কাদাইপাড়া গ্রামস্থ নির্মানাধীন যমুনা ফ্লাওয়ার মিলসে্র সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় ৩৮৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারিকে করেছে।

এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ৮,০০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাইদুল ইসলাম (৫২), পিতা- মৃত আঃ ছালাম, সাং-চককোব দাসপাড়া ২। মোঃ আরিফুর রহমান নজরুল (৪৮), পিতা- মৃত আজাগর প্রামানিক, সাং- সয়াধানগড়া দক্ষিণ পূর্বপাড়া, উভয় থানা ও জেলা- সিরাজগঞ্জ ৩। মোঃ শহিদুল ইসলাম শহিদ (৩৫) পিতা- মৃত আবুল কাশেম ব্যাপারী, সাং- থানাপাড়া ওয়ার্ড নং ১৩, থানা ও জেলা- টাংগাইল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।