সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মঙ্গলবার (২৩ মার্চ ২০২১ খ্রীঃ) ভোর ৪.৩৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ পরিতোষের মিষ্টির দোকানের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কের পূর্ব পার্শে^ পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাসির এক পর্যায় ঢাকাগামী একটি যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩৯) তলাশি করে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ৮০০০/-(আট হাজার টাকা) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোŦ মতিয়ার রহমান মন্ডল (৪২), পিতা সিরাজ উদ্দিন, সাং- ধনশাহ, থানা-বিরামপুর, জেলা- দিনাজপুর। ২। মোŦ রাশিব হাসান (১৬), পিতা এবাদত হোসেন, সাং- সরদার পাড়া, থানা-বদরগঞ্জ, জেলা- রংপুর।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(খ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সূত্র ও বিস্তারিত ঃ

মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র‌্যাব-১২
মোবা-০১৭৭৭-৭১১২৫৮