সিরাজগঞ্জে রোগাক্রান্ত ভক্ষণ অযোগ্য গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা ও মাংস জব্দ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের বনবাড়ীয়া মধ্যপাড়ায় ভক্ষণ অযোগ্য মাংস বিক্রির অপরাধে দুই গো-মাংস বিক্রেতাকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১৪০ কেজি মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২৩মে-২০১৯) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের বনবাড়ীয়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে এ দন্ড দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান জানান,গরুটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় ডাক্তারী পরীক্ষা ছাড়াই জবাই খানার বাহিরে বিক্রেতার বাড়িতে জবাই করা হয়। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকার কারণে
মাংস ভক্ষণ অযোগ্য হয়ে যায়। এই মাংস ভক্ষণ করলে জনসাধারন বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এগুলো সাধারণত অন্য গরুর মাংসের সাথে একত্রে মিশিয়ে বা ফ্রিজে সংরক্ষণ করে বিক্রয় করা হয়। রোগাক্রান্ত জবাই নিষিদ্ধ গরুর ভক্ষণ অযোগ্য মাংস বিক্রির অপরাধে গো-মাংস বিক্রেতা আঃ রাজ্জাককে ২৫ হাজার টাকা ও কসাই সবুরকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কেই ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ভক্ষণ অযোগ্য জব্দকৃত মাংসগুলো কেরোসিন ও লবণ সহযোগে মাটিতে পুতে ফেলা হয়। আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান,পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।