সিরাজগঞ্জে রাগী শিক্ষকের পিটুনি, হাসপাতালে শিক্ষার্থী !

শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইল থেকে পরিচালিত সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ (পূর্ববর্তী কোচিং সেন্টার নামে পরিচিত) সিরাজগঞ্জ শাখার জীববিজ্ঞান বিভাগের বদমেজাজী শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী পেটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী নাহিদ হাসান হীরা প্রতিষ্ঠানের দশম শ্রেনীর ছাত্র। জেলা শহরের গোশালা রোডের ফার্ণিচার ব্যাবসায়ী রফিকুল ইসলামের ছেলে এবং বনবাড়িয়া গ্রামের অধিবাসি সে। ভিকটিমকে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের পর শহরের বেসরকারী আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন শিক্ষার্থী। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বৈকালিন চিকিৎসক সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) আমিনুল ইসলাম বলেন, ‘শিশুটির কোমড়ে আগে থেকে হাড়ের সমস্যা রয়েছে। শিক্ষকের উপর্যোপরি কিল-ঘুষির আঘাত সহ্য করতে না পেরে ঘটনার সময় সে মুর্ছা যায়। বর্তমানে শঙ্কামুক্ত হলেও মারপীটের সময় সে ভীষন ভয় পাওয়ায় তার উপযুক্ত মানসিক কাউন্সিলিং প্রয়োজন।’ ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ফার্ণিচার ব্যবসায়ী রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘টিচারের দেয়া হোমওয়ার্ক বাড়ি থেকে ঠিকমত পড়ে না আসার অপরাধে মঙ্গলবার দুপুরে শ্রেনীকক্ষের অন্যান্য সহপাঠির সামনে বদমেজাজী শিক্ষক আমিনুল ইসলাম নাহিদকে বেধড়ক কিলঘুষি মারে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে আমরা এসে দেখি সে হাসপাতালে ভর্তি।’ অসুস্থ্য শিক্ষার্থী নাহিদ বলেন, ‘স্যার প্রায়ই আমাদের মারপীট করেন। মঙ্গলবার দুপুরে স্যারের মেজাজ আগে থেকে বেশ খারাপ ছিল। সামান্য কথাতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমি ও মোস্তাকিনসহ আরো ৩জনকে একই কায়দায় মারপীট করেন। আঘাত সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কে ভাড়ার বাসায় অস্থায়ীভাবে টাঙ্গাইল থেকে পরিচালিত সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শাখায় মঙ্গলবার বিকেলে গিয়ে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস.এম.গোলাম কিবরিয়া শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়দের সামনে বলেন, ‘বিষয়টি আমি ও অন্যান্য শিক্ষকগনও জেনেছি। আমরাই ধরাধরি করে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছি। ছেলেটির বাবা-মা আমাকে মৌখিক অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকও তার ভুল বুঝতে পেরেছেন।’ এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ বলেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে আমরাও খোঁজ-খবর নিচ্ছি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.