সিরাজগঞ্জে যুবলীগের উদ্যোগে মরহুম মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাবার বিতরণ ।
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সফল স্বরাষ্ট্র ও ডাক ও টেলিযোগাযোগ,গৃহায়ন ও গণপূর্ত এবং স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে-
সোমবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে – দোয়া ও মোনাজাত শেষে গরীব, দুঃস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরন করেন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো প্রমুখ।