সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতা গ্রেপ্তার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

নাশকতার মামলায় সিরাজগঞ্জ থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি, উল্লাপাড়া উপজেলার ঝিকিরা ও বাকুয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন জেলা যুবদলের সহসভাপতি ইকরামুল হাসান ইমেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু ও উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নিকসন কুমার আমিন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুই ওসি জানান, নাশকতার মামলায় রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি থেকে যুবদল নেতা ইকরামুল হাসান ইমেজকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নিকসন কুমার আমিন ও শনিবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা মহল্লা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০৫ পুড়িয়া (৭ গ্রাম) হিরোইন উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন নেতার মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।