সিরাজগঞ্জে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
মোবাইল ফোনে কার্টুন দেখার কথা বলে ডেকে নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে মমিন তালুকদার নামে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্কুল ছাত্র ও তার পরিবার পলাতক রয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়ারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সদর উপজেলার বিয়ারাঘাট দক্ষিন পাড়া গ্রামের আলম তালুকদারের ছেলে মমিন তালুকদার বাড়ির পাশ্ববর্তী এক শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। এসময় মমিন তালুকদার শিশুকে ধর্ষন করার চেষ্টা করলে তার চিৎকারে শিশুটির বাবা ও বাড়ির আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে স্কুলছাত্র মমিন তালুকদার পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।