সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

লুৎফর রহমান, তাড়াশ :

সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উপর বর্বরতা হামলার
প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৬ (মার্চ) শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঘটনা সুত্রে জানা যায় উপজেলার দিঘীসগুনা গ্রামে দীর্ঘদিন ধরে ইদ্রিস আলী মেম্বর ও বীর মুক্তিযোদ্ধা আফসার গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীর দ্বন্দ চলে আসছিল।এরই জেরে ২৮ ফেব্রয়ারী রবিবার সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক গ্রামবাসী দ্#ু৩৯;দলে বিভক্ত হয়ে লাঠি, সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ১০ থেকে ১৫ টি দোকান ঘর হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ইদ্রিস আলী গ্রুপের সমর্থকরা চাপাতি দিয়ে আঘাত করেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলীকে এতে তিনি গুরতর আহত হন । তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুব খোন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, বীরমুক্তিযোদ্ধা মজিবুর
রহমান প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন বলেন, রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি।স্বাধীনতার মাসে বীরমুক্তিযোদ্ধার উপর হামলা সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায়না। অতি দ্রƒত আসামীদের আটক করে আইনের আওতার আনার দাবী জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্বরাষ্ট মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।