সিরাজগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা !
স্টাফ রিপোর্টার ঃ
বগুড়ার ধুনটের দীঘলকান্দি গ্রামে ইছামতি নদী থেকে সিরাজগঞ্জের ব্যবসায়ী শ্যামল কুমার সাহার (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনার সঙ্গে জড়িত ইয়াসিনকে (২১) গ্রেফতার করলে সে শ্যামলকে হত্যার কথা স্বীকার করে। বৃহস্পতিবার (১ আগস্ট) ইয়াসিনকে সিরাজগঞ্জ আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানো হবে। সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, নিহতের স্ত্রী রিনা রানী সাহা বুধবার দুপুরে তার থানায় হাজরাহাটি গ্রামের স্বাধীন (২১) ও সোনামুখি নিশিপাড়া গ্রামের ইয়াসিনের (২১) নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন নিজেই শ্যামলকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করানো হবে। শ্যামলের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামলের স্ত্রী রিনা এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী শ্যামল সোনামুখি বাজারে মুদির ব্যবসা করেন। গত ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা মোবাইলে তাকে ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে স্বামীকে ফোন দিলে তিনি জানান, একটি মাদ্রাসায় আছেন; ফিরতে দেরি হবে। রিনা ৯টা ১০ মিনিটে আবারও স্বামীর মোবাইলে ফোন দিলে অজ্ঞাত ব্যক্তি জানান, তার স্বামীকে একটি মাদ্রাসায় আটকে রাখা হয়েছে। মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পাওয়ায় শ্যামলকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়।