সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে মৎসজীবী সংগঠন, নৌ পুলিশ, জনপ্রতিনিধিদেরকে নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ( ০৪ অক্টোবর ২০২৩) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এ. কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, সরকারের নানাবিধ উদ্যোগে ইলিশ উৎপাদন বৃদ্ধির কারণে গ্রামগঞ্জে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। রপ্তানিও করা হচ্ছে।
ইলিশ রক্ষায়, ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে। দিনে অভিযানের পাশাপাশি রাতেও অভিযান জোরদার করা হবে। সংশ্লিষ্ট জেলা-উপজেলায় বরফ কল বন্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। গত বছরের ন্যায় এবারও অবৈধ জাল উৎপাদনস্থলে অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান তিনি বলেন, অবৈধ পথে ইলিশ পাচার রোধে
ব্যবস্থা গ্রহণ করবে সরকার। ইলিশ সম্পৃক্ত জেলা উপজেলায় নদীতে ড্রেজিং বন্ধে স্থানীয় প্রশাসন ও ব্যবস্থা নেবে। ইলিশের নিরাপদ প্রজননের মাধ্যমে ইলিশ সম্পদ উন্নয়নে যা যা করা দরকার তা করা হবে। এছাড়া মাছ ধরা বন্ধের সময় যাচাই-বাছাই করে নিবন্ধিত জেলেদের নানাভাবে সুযোগ-সুবিধা দেওয়া হয় থাকে। একই সঙ্গে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রকিবুল হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন আহমেদ, প্রমূখ,