সিরাজগঞ্জে মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা খেলা প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
” বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা খেলা প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
এতে সদর উপজেলার ৩১ টি স্কুলের ৪৩ টি দল খেলায় অংশগ্রহণ করেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের বীরমুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে দুই দিনব্যাপি এ দাবা খেলা প্রতিযোগিতার সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসীম উদ্দিন এবং
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন প্রমুখ।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানাযায় যে, শিশু-কিশোরদের সাথে প্রাণবন্ত উপস্থিতি সবসময় প্রত্যাশিত। কোমলমতি স্কুল শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ ও জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র সার্বিক ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয় হতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২ এর শুভ উদ্বোধন হলো।