তাড়াশ

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে হাবিল মোল্লা (৫২) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে ওই গ্রামের আজেল আলীর ছেলে। র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মোঃ খলিলুর রহমান শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইলসেট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।