সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ 

“মাদকে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো ” এ শ্লোগান নিয়ে  সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে, ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  উপলক্ষ্যে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। 

বৃহস্পতিবার  (২ জানুয়ারি-২০২০)  সকাল ১০টায়   জেলা প্রশাসকের কার্যালয় সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালী   শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  অফিসার্স ক্লাবে এসে  এক আলোচনা সভা অনুষ্ঠানের  প্রধান অতিথি   হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
এতে সভাপতিত্ব করেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ  তোফাজ্জল হোসেন।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ, 

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ  রিয়াজ উদ্দিন,  এসময়  উপস্থিত ছিলেন , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সহকারী পরিচালক ও সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক  সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক মিনা পারভীন প্রমুখ।