সিরাজগঞ্জে মাছুমপুর ক্রীড়াচক্র কর্তৃক ৪র্থ ইসাবেলা স্মৃতি ফুটবলটূর্নামেন্টর উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী মাছুমপুর ক্রীড়াচক্র কর্তৃক আয়োজিত ৪র্থ সৈয়দা ইসাবেলা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ফেব্রয়ারি-২০১৯)বিকেলে খেলার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার (অপু)। এতে সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী , জেলাক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস লিঃসিরাজগঞ্জের পরিচালক ইলিয়াস সিরাজী তুষার । এ খেলার আহবায়ক তাজমুল হাসান সিকদার সেলিম, সার্বিক দায়িত্বে মাছুম ক্রীড়া চক্রের সভাপতি মহসীন আলম চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন “অগ্রদূত সংসদ ক্রীড়াচক্র, বি.এ. কলেজ রোড সিরাজগঞ্জ বনাম মনোহরা ফুটবল একাডেমী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।” উক্ত খেলায় অগ্রদূত সংসদ ৪-০ গোলে মনোহরা ফুটবল একাডেমীকে পরাজিত করে। এ খেলায় জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল খেলায় লড়বে বলে জানা গেছে