সিরাজগঞ্জে মল্লিকাজান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে মল্লিকাজান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫মার্চ -২০১৯) দুপুরের দিকে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাা আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সাধারারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপ-কমিটির সহ-সভাপতি মোঃ ফিরোজ মাহমুদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমূখ। এর আগে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে এই স্মৃতি ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান এস এম নাসিম রেজা নূর দিপু, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনাসহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে রেনেসাঁ ক্লাব বনাম নব-জাগরণী সংঘ।