সিরাজগঞ্জে মফিজ উদ্দীন তালুকদার স্মৃতি আন্তঃজেলা জাগো ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন।
আজিজুর রহমাম মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্হার আয়োজনে, মরহুম মফিজ উদ্দীন তালুকদার স্মৃতি আন্তঃজেলা জাগো ফুটবল টূর্ণামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫জুলাই) বিকেল ৪টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে খেলার শুভ উদ্বোধন করেন, উদ্বোধক ও প্রধান অতিথি, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্হার সভাপতি ও জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন, মরহুম মফিজ উদ্দীন ফ্লাওয়ার মিলস্ এর ম্যানেজার ইকবাল খান, জেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি গাজী আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, যুগ্ম-সম্পাদক সঞ্জয় সাহা, নির্বাহী সদস্য শফি ইমাম, আলামিন সেখ, এনামুল হক, জাকির হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদিকা ফারজানা সিদ্দীকা অপু প্রমুখ। ওই খেলায় প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে খেলার শুভ উদ্বোধন করেন। ওই টূর্নামেন্ট খেলায় মোট আটটি জেলার দল অংশগ্রহন করবে – রাজশাহী -রংপুর (ক-বিভাগ), নাটোর -জয়পুরহাট (খ-বিভাগ), বগুড়া-নওগাঁ (গ-বিভাগ), সিরাজগঞ্জ -টাংগাইল( ঘ-বিভাগ) । উদ্বোধনী খেলায় রাজশাহী’র কিশোর ফুটবল একাডেমী ১-০ গোলে জয়লাভ করে। খেলার প্রথমার্ধের চার মিনিটের সময় রাজশাহী কিশোর ফুটবলদলের ৯ নম্বর জার্সিদারী সুইটের গোলে রংপুরের পীরগঞ্জকে হারিয়ে সেমিফাইনালে উন্নতি লাভ করে।
খেলাটির রেফারী ছিলেন, রেজাউল করিম খোকন, সহকারী রেফারী ছিলেন, মেহেদী হোসেন রাঙা, হাফিজুল ইসলাম হাফিজ ও শাহিন হোসেন। ধারাবর্নণায় ছিলেন,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।