সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারি মালিকদের জরিমানা
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা হোসেন পুর এলাকায় অবস্থিত রিফাত ও কল্পনা বেকারিতে অভিযান চালিয়ে ২ বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেল চারটায় জেলা প্রশাসনের দুই বিজ্ঞ নির্বাহী এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ইসরাত জাহান ও সুমাইয়া সুলতানা এ্যানি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, বিকাল ৪ টায় রিফাত বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্য জন্য ক্ষতি কর কেমিক্যাল মিশিয়ে বিস্কুট, কেক, পাউরুটিতে তৈরি করায় দায়ে হোসেনপুর এলাকায় আব্দুল গফুর শেখের ছেলে মোঃ রতন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সনের ৪২ ও ৫৩ ধারাতে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে বিকাল সারে চারটায় সিরাজগঞ্জে নামকরা কল্পনা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে
বিস্কুট, কেক,পাউরুটিতে ক্ষতি কর রং মিশিয়ে খাদ্য তৈরি এবং প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ না থাকায়। চানাচুরে বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সনের ৩৭ ও ৪২ ধারায় একই এলাকায় জেলহক আলী ছেলে মোঃ মুঞ্জুর হাসান প্রদীপ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।