সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্দ্যোগে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ করণীয় বিষক মতবিনিময় সভা
মাকছুদা খাতুন,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ ব্র্যাকের উদ্দ্যোগে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ করণীয় বিষয়ে মতবিনিময় সভা সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ১৮ সেপ্টেম্বর মংগলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার শামীম, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আই সিটি) মনিরুজ্জামান। এসময় সিরাজগঞ্জ ব্র্যাকের সকল কর্মকর্তা,আইনজীবি, বিদেশ ফেরত ও সচেতন কয়েকজন নাগরিক সাংবাদিকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেকই উপস্হিত ছিলেন।