সিরাজগঞ্জে বোরো সংগ্রহ উদ্বোধন -খাদ্যমন্ত্রী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
বুধবার সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সিরাজগঞ্জে “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের” শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের আকাঙ্খা পূরণে বদ্ধ পরিকর। প্রান্তিক কৃষকেরা কাল থেকেই ধান দিতে পারবে। তিনি সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় নির্দেশ দেন। তিনি আরও বলেন, ভেজাল কারীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছে। ভেজাল বিরোধী অভিযান অব্যহত রাখারও নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইফতেখার উদ্দিন শামীম, পুলিশ সুপার টুটল চক্রবর্তী, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী বিভাগের মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমূখ।