সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়া’র সুচিকিৎসায় নিঃশর্ত মুক্তির দাবীতে কৃষক দলের মানববন্ধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২ টায় সিরাজগঞ্জ শহরের ই,বি রোডস্হ দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন এবং অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি- সাইদুল ইসলাম আলো।
এ সময় মানবন্ধনে উপস্হিত ছিলেন, জেলা বিএনপি’র উপদেষ্টা শফিউল আলম ডলার, জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,খ,ম রকিবুল হাসান রতন, সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিশিষ্ট সাংবাদিক হারুন -অর-রশীদ খান হাসান, নূর কায়েম সবুজ, দিলীপ সরকার, সাব্বির হোসেন ভূইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফাজামান, আলমগীর হোসেন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, শহর যুবদলের সাবেক সভাপতি রেজাউল জোয়ার্দার প্রমুখ। পরে দলীয় অফিসে আলোচনা সভা শেষে, সিরাজগঞ্জ এনায়েতপুর থানা’র খুকনী ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মেদ ইমতিয়াজ সরকার ও যুবদল নেতা ফারুক আহমেদ রাজনৈতিক মামলায় ১ মাস কারাভোগের পর মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তিলাভ করে জেলা বিএনপি’র অফিসে আসলে এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা যুবদলের সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুসাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও জেলা যুবদলের মুরাদুজামান মুরাদ ফুলেল জানান কারামুক্ত ওই ২ যুবদল নেতাকে।