সিরাজগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের উদ্যোগে মুক্তিযুদ্ধশীর্ষক বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“সৃজনশীল ও বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার আন্দোলন” বিএল,এফ এর প্রশিক্ষক বীরমুক্তিযোদ্ধা আ.ফ.ম মাহবুবুল হক এর প্রয়াণ দিবস ও মুক্তিযুদ্ধের ৫১ বছরে আয়োজিত ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ শীর্ষক বিষয়ক কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার সেরা ৩৮ জনকে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা সহ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের দু’বারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আত্মনির্ভরশীল সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন পূরণে লক্ষ্যে সকল প্রতিকুলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্যকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এ কারনেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তরিত হয়েছে। উন্নয়নের বাংলাদেশে পদার্পণ করেছে উন্নয়নশীল দেশে সাফল্যে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। কোন ষড়যন্ত্র করেই বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে পারবে না। আন্দোলনের নামে নাশকতা, মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে চরম খেশারত দিতে হবে তাদেরকে। আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘরে বসে থাকবে না। আর
বর্তমান সরকার অধীনেই সংবিধান অনুযায়ী আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে আওয়ামীলীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠাতা লাভ করে আবার ও সরকার গঠন করবে ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক সমিতি’র সভাপতি ড. ফখরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার , সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ,
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী তালুকদার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশিক আহমেদ ও সদস্য সামিনা ইসলাম নীল।
অনুষ্ঠানে আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের অন্যান্য কর্মকর্তা, সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সহকারি শিক্ষক, অভিভাবকগন, শিক্ষার্থীগণ, সুধীজন, গুণীজন, সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।