সিরাজগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
” হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি ” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় হতে র্যালী প্রদর্শন শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তফা মইনুদ্দিন, সিরাজগঞ্জের বক্ষ্মব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এবিএম ফারহান ইমতিয়াজ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, ডাঃ মোঃ ইউসুফ, মেডিকেল অফিসার ডিসট্রিক সার্ভেলিয়ান্স
ডাঃ এস এম সাজেদুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হাসান আল মামুন, সিরাজগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারি রইস উদ্দিন, সিরাজগঞ্জ যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী’র এরিয়া সুপারভাইজার , দ্বীপক কুমার সরকার, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা, ইউপিজির ম্যানেজার আমিনুল ইসলাম, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার, মোঃ আব্দুল মোমিন প্রমুখ।
এসময়ে হাসপাতাল, ক্লিনিক সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অন্যান্যরা উপস্থিত ছিলেন।