সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস ও জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক ঃ
” স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকা শক্তি এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস২০২৩ উদযাপন ও জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ( ০২ সেপ্টেম্বর ২০২৩) জেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এ. শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিশ্ব বসতি দিবস ও জাতীয় উৎপাদনশীলতা দিবস উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, আশ্রয় আমার অধিকার’ এই বিষয়টি মাথায় রেখে স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকা শক্তি এই প্রতিপাদ্যেকে বিশ্ব বসতি দিবস পালন করেছে। প্রধানমন্ত্রী তার ভিশন নিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করে পৃথিবীর কাছে পরিচিত করেছেন। প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রায় যে পরিকল্পনাগুলো আছে তা ২০৪১ সালের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর ৩৫তম অর্থনৈতিক দেশ। যদি আমরা বড় ধরনের দুর্যোগের সম্মুখীন না হই এবং আমাদের জিডিপি বাড়াতে পারি তবে আশা করি পৃথিবীর প্রথম ১০টা অর্থনীতির কাছেই থাকবে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষ্যে সিরাজগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সে সময়ে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারী মো: রইচ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সিরাজগঞ্জ সদর মোঃ জাহিদ হাসান, গণপূর্ত বিভাগের ( ই/এম) উপবিভাগীয় প্রকৌশলী শেখ মোঃ সাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, গণপূর্ত বিভাগের উপ সহকারী সিরাজগঞ্জ সদর মোহাম্মদ বদিউজ্জামান, সহ আরো উপস্থিত ছিলেন,