সিরাজগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
এইচ আইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে সিভিল সার্জনের আয়োজনে শনিবার সকালে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও র্যালি এবং স্বাধীনতা স্কয়ারে তথ্য পরামর্শ প্রদর্শন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সিনিয়ন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ ঈমান আলী, সিরাজগঞ্জ লাইট হাউজের ম্যানেজার জিয়াউল হক প্রমূখ। সহযোগিতায় ছিলো সিরাজগঞ্জ মানব মুক্তি সংস্থা, সূর্যের হাসি ক্লিনিক, এনডিপি, লাইট হাউজ, ইএসডি সংগঠন অংশগ্রহণ করে। ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইড দিবস পালন করে আসছে।
ইউইনএইডস এর তথ্য মতে বর্তমান বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এ আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছে। এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনাতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় এ দিবসটি পালন করে আসছে।