সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। শাহজাদপুরে পৌর সদরের বাড়াবিল মধ্যপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোঃ সাঈদুল ইসলামের বাড়িতে বিয়ের দাবি অনশন করছে প্রেমিকা। রবিবার (২৪ মার্চ) সকাল থেকে অনশনরত তরুণী নলুয়া বটতলা গ্রামের রবিউল প্রামানিকের মেয়ে রুমা খাতুন। অনশনরত রুমা খাতুন জানান, তিন বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। এরই ধারাবিকতায় সাঈদ মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যাতায়াত করতো। সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে মেলামেশা করে আসছিলো। কিন্তু এখন বিয়ে করতে নানা অজুহাত দেখাচ্ছে। তাই আমি এ বাড়িতে একবারে চলে এসেছি। এদিকে এ ঘটনার পর থেকেই ছেলে সাঈদ আত্মগোপনে রয়েছে বলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।