সিরাজগঞ্জে বিভিন্ন মুরগী ও গরুর মাংসের দোকানে জরিমানা ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের কাঠের পুল, বড়বাজার ও রেল গেইট এলাকায় কয়েকটি মুরগী ও গরুর মাংস দোকানদাররা অনিয়ম, অবৈধ, নোংরা পরিবেশে পশু ও প্রজন্নক্ষম বকনা গরুজবাই করা সহ তাদের কোন বৈধ লাইন্সেস না থাকায় জরিমানা করে সিরাজগঞ্জ সদর এসিল্যান্ড।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ছাড়া মুরগী ও গরুর মাংস প্রক্রিয়াকরণ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, প্রজন্নক্ষম বকনা গরু জবাই করা,গরুর মাংসে মান নিয়ন্ত্রন সিল না থাকা, জবাইয়ের পূর্বে পশু ডাক্তার দিয়ে পশু পরীক্ষা না করানো ও দীর্ঘ সময় ৭- ৮ ঘন্টাব্যাপী মাংস বিক্রয় করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর আওতায় তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে রেল গেইট এলাকার মিলন মাংসের দোকানের মালিক মিলন,বড় বাজারের আরিফ বয়লার হাউজের মালিক আলম ও খোকন বয়লার হাউজের মালিক খোকন সাহা এর প্রত্যেকের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।