সিরাজগঞ্জে বিভিন্ন জেলা থেকে ফেরা নতুন ৯২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ঢাকা-নারায়গঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা আরও ৯২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর। তিনি জানান, সোমবার( ১৩ এপ্রিল) নতুুন ৯২ জনসহ জেলাটিতে এ পর্যন্ত মোট ৯৮১ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদের শেষে করোনা প্রাথমিক কোনো উপসর্গ না থাকায় নতুন ২ জনসহ এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৫৯৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৮৪ জন।
এছাড়া করোনার প্রাথমিক উপসর্গ থাকায় মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩টির প্রতিবেদন পাওয়া গেছে, যার সবগুলোই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। অন্য ৪৭ জনের প্রতিবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।