সিরাজগঞ্জে বিবি এস কেবলস লিমিটেড ইলেকট্রিশিয়ান মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ বিবি এস কেবল লিমিটেড কর্তৃক আয়োজিত ইলেকট্রিশিয়ান মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি-২০১৯) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিবি এস ইলেট্রিশিয়ান লিঃ এর রাজশাহী ও রংপুর বিভাগের সেলস্ এন্ড মার্কেটিং এর সিনিয়র -উপ -ব্যবস্হাপক এম, এ মতিন।
সভায় আলোচনা করেন, অত্র লিমিটেডের সহকারী ব্যবস্হাপক মফিজ উদ্দীন, সেলস্ এন্ড মার্কেটিং বগুড়া অঞ্চলের সিনিয়র ব্যবস্হাপক
এস. এম মুনির হোসেন, এক্সকিউটিভ সেলস্ এন্ড মার্কেটিং আবু সাইদ, সিরাজগঞ্জ সদর ইলেট্রেশিয়ান সমিতির সভাপতি খালেক ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক সেখপ্রমুখ।
এ মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন এবং মত বিনিময় করেন, সদর উপজেলার সকল পরিবেশক, সকল দোকানদার, গ্রাহক মিলে প্রায় সহস্রাধিক ব্যক্তি। অনুষ্ঠানে ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ ও দুপুরের খাবার দেয়া হয়।
মত বিনিময় সভায় বলেন, বিবি এস কেবলস লিমিটেড ৯বছর যাবত দেশ- বিদেশে সুনামের সহিত আন্তর্জাতিক মান সম্পন্ন এ কেবলস বাজারে এর চাহিদা ব্যাপক রয়েছে । আপনারা এ ক্যাবলস ব্যবহারের আরো গ্রাহকদের পরামর্শ দিবেন বলে প্রত্যাশা করছি ।