সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে প্রস্তুতি
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বগুড়ায় যাওয়ার পথে আগামী রবিবার (১১জানুয়ারি-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নংকালিয়া হরিপুর ইউনিয়নে বিসিক শিল্পপার্কে অবস্থান করে সাবেক বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া’র শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে জানা যায়। এজন্য মঙ্গলবার (৬ ডিসেম্বর-২০২৬ খ্রি.) জেলা বিএনপির পক্ষে থেকে- বিসিক শিল্পপার্ক এলাকার স্থান পরিদর্শন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ভিপি শামীম খান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু, আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ একাব্বর আলী আকবর সহ কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
