সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহত,আহত ১০
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি)
সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্রের প্রাণ গেছে। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
রোববার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ইয়াসিন আলী (২৩), ইলিয়াস হোসেন (২২), খালেদ হাসান (২১) এবং ইমরান হোসেন (১৪)। এরা সবাই ঢাকার তেজাগার উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদ্রাসার ছাত্র।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, নাটোরের মা এশায়ে খাদিজাতুল মহিলা মাদ্রাসার ইসলামী ঝালসা শেষে মাদ্রাসার ছাত্র বোঝাই ঢাকাগামী একটি বাস রোববার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ মাদ্রাসা ছাত্র নিহত এবং আরো অন্তত ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিহতদের মর্গে ও আহতদের সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং আহত ইমরান হোসেনকে ঢাকায় পাঠানো হয়। পরে ইমরানসহ আরো ২ জন মারা যায় বলে হাসপাতালের আরএমও ডা. ফরিদুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষকেরা জানিয়েছেন।