সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস চাপায় দুই মোটরবাইক আরোহী নিহত।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনাসেতুর পশ্চিম পাড় মহাসড়কে    কামারখন্দের মফিজের মোড় এলাকায়  বাস চাপায় মেরিন টেকনোলজী ইন্সস্টিটিউটের একজন শিক্ষার্থী ও তার চাচাতো ভাই  নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০মার্চ) ভোরে  ওই দূর্ঘটনাঘটে। নিহতরা  হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গুলাহার গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে ও সিরাজগঞ্জ মেরিন টেকনোলজী ইন্সস্টিটিউটের শিক্ষার্থী মিরাজ উদ্দীন (২৩)  এবং তার চাচাতো ভাই আব্দুুর রহমানের ছেলে হাসিনুর রহমান (২৫)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার  অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহিদ আলম  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  মিরাজ ও তার চাচাতো ভাই  হাসিনুর মোটর সাইকেল বাইক যোগে দিনাজপুর চিরিরবন্দর যাচ্ছিলেন। পথে  সিরাজগঞ্জেরর মফিজের মোড়ে অজ্ঞাত একটি ঘাতক বাস চাপা দিয়ে চলে যায়। 

 ঘটনাস্হলেই দু’জন মারা যায়। খবর পেয়ে  পুলিশ ও দমকল বাহিনীর লোকজনের সদস্যরা   তাদের লা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা  মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো। পরে পুলিশ  নিহতদের লাশ হস্তান্তর করে।