সিরাজগঞ্জে বাস চাপায় ১জন নিহত, আহত ২।
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত এবং ২ জন আহত হয়েছে। নিহত আব্দুল কদ্দুস (৪৫) পাশ্ববর্তী রাজাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানার ওসি আনোয়ারুল হোসেন ও প্রত্যক্ষ দর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জে দ্রুত গামী একটি যাত্রী বাহী বাস সমেশপুরে এসে অপর আরেকটি যাত্রী বাহী ভ্যান-রিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আব্দুল কদ্দুস মারা যায় এবং আরো ২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।