সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ভাংচুরের ঘটনা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বাস ও ট্রাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও স্টাফদের মারপিটের প্রতিবাদে সিরাজগঞ্জ-ঢাকা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। শনিবার (২৭ এপ্রিল-২০১৮) দুপুরের দিকে শহরের এলাকার বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী অভিযোগ করে বলেন, ঢাকা থেকে এসআই পরিবহনের একটি বাস কাউন্টারে এলে ট্রাক শ্রমিক আলী মুন্সী ও তার ছেলে গাড়ির স্টাফদের মারধর ও গাড়ি ভাঙচুর করে। এসময় কাউন্টারের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ট্রাক শ্রমিকরা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পাঁচ থেকে সাতটি বাস ভাঙচুর করে। পরে বাস শ্রমিকরাও দু ‘একটি ট্রাক ভাঙচুর করেছে। এ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, জেলা ট্রাক ও ট্যাংকলরি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নামদার হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখনও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।