সিরাজগঞ্জে বালু উত্তোলনে নদীতীর রক্ষা প্রকল্পের সিসি ব্লকে ধ্বস ,পানিবন্দী একশ পরিবারের দুর্ভোগ !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
মানুষ যখন করোনা আতঙ্কে ঘরবন্দী সেখানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বালু উত্তোলন বালু উত্তোলন বন্ধ করছে না । সরকারী নিয়মমনীতি লঙ্ঘন করে দিন-রাত অবিরাম বালু উত্তোলন করছেন বালুখেকোরা এবং বেশকটি স্থানে স্তূপাকারে রাখছে। আর বালির স্তূপের নিংড়ানো পানিতে এখনও দুর্ভোগে রয়েছে একশ পরিবার। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীতীর রক্ষা প্রকল্পের সিসি ব্লকে দেখা দিয়েছে ধস্। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে এলাকাবাসি চরম শংকায় রয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনও’ র নিকট প্রতিশ্রুতি দিলেও তারা তা মানছে না। এই কাজের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ইউপি সদস্য ও কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদী থেকে বালি তুলে প্রায় চল্লিশ বিঘা তিন ফসলী জমি দখল করে সেখানে রাখা হচ্ছে। এতে করে ওয়াপদা বাঁধের পাশে উত্তর মুসলিমপাড়া গ্রামের প্রায় একশ পরিবারের উঠোনে ও ঘরে বালির স্তূপের নিংড়ানো পানি প্রবেশ করেছে। রান্নাঘরের চুলায় পানি প্রবেশ করায় বিকল্প স্থানে রান্না করছেন অনেকে। বাড়ির উঠানে পানিবন্দী বিমল, বিনয় ও গোবিন্দ নাথের পরিবারের লোকজন নিজেরা ঘরের পানি নিষ্কাষণের চেষ্টা করছেন। এসময় বিমল জানান, “জায়গা জিরাত নেই। বাধের নিচে কোনমতে ঘর তুলে আছি। কিন্তু একমাস যাবৎ আমাদের তিন ভাইয়ের উঠোনে পানি। গতকাল রাতে শুয়ে আছি। মাঝরাতে বাইরে যাবার জন্যে জেগে দেখি ঘরের মেঝেতে পানি।” পাশের বাড়ির মঞ্জরিবালা নিজের রান্নাঘর দেখিয়ে বলেন, পানি ওঠায় আজ আর রান্না করতে পারিনি। ঘরে পানিবন্দি শহিদুলের স্ত্রী সখিনা বিবি জানান, ‘কিছু বলতে গেলে ওরা কয়, তোরা ইহিনে থাকোস ক্যা? (তোরা এখানে থাকিস কেন?) দেহোস না (দেখিস না) আমাগোরে বালু রাইখতে অসুবিধা হচ্ছে! তাই ভয়ে আর কিছু কই না। একই কথা জানান পানিবন্দী রবীন্দ্রনাথ, জুড়ান, সালাম, শহীদুলেরা। এদিকে বালির পানিতে ও ট্রাক্টরের অবাধ চলাচলে নদীতীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লকে অনেক স্থানে ধসে গেছে। এতে করে আসন্ন বর্ষায় ভাঙন পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে এলাকাবাসি মনে করছেন।
এ বিষয়ে আওয়াল মেম্বর মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে মুঠোফোনে জানান, “আমি ইজারাদার। ব্যবসা করতে গেলে এরকম কিছু হয়েই থাকে। তাছাড়া সেচ দিয়ে ওদের বাড়ির পানি বের করার ব্যবস্থা করেছি।” ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন কিনা জানতে চাইলে বাড়ি ঘরের কারণে তারই অনেক বালি নষ্ট হচ্ছে বলে তিনি জানান। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘নির্দেশের পরেও যদি আইন না মেনে বালি উঠায় তাহলে তাদের ইজারা বাতিল করা হবে।’