সিরাজগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শ্রমিক দৈহিক বা মানসিকভাবে স্থায়ী অক্ষম বা অসমর্থ হলে অথবা তার মৃত্যু ঘটলে সংশ্লিষ্ট শ্রমিক অথবা তার পরিবারকে এককালীন অনধিক পরিবারের মাঝে শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১ জুন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপমহাপরিদর্শক,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের রাজীব চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মরত অবস্থায় দুর্ঘটনায় শিকার প্রাপ্ত শ্রমিক দৈহিক ও মানসিকভাবে স্থায়ী অক্ষম অসমর্থ ৭ জনের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজগঞ্জ লুৎফন নাহার, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জ শ্রম পরিদর্শক মোহাম্মদ ফয়জুর রহমান( মাসুম), প্রমূখ।
উল্লেখ্য : – বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে প্রদেয় অনুদানের খাতও পরিমাণ, এবং কর্মরত অবস্থায় দুর্ঘটনা কোন শ্রমিক দৈহিক বা মানসিক ভাবে স্থায়ী অক্ষম অমর্ত্য হলে অথবা তার মৃত্যু ঘটলে সংশ্লিষ্ট শ্রমিক অথবা তার পরিবারকে এককালীন অনধিক ২.০০.০০০( দুই লক্ষ) টাকা সাহায্য প্রদান মৃতদেহ পরিবহন ও সৎকারের জন্য অনধিক ২৫, ০০০( পঁচিশ হাজার) টাকা সাহায্য প্রদান, কারণে কোন শ্রমিকের জরুরী চিকিৎসা ব্যয় ৫০,০০০/( পঞ্চাশ হাজার) টাকা সাহায্য প্রদান, দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য অনধিক ১,০০,০০০/( এক লক্ষ) টাকা সাহায্যে প্রদান, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মহিলা শ্রমিকের মাতৃত্ব কল্যাণে অনধিক ২৫,০০০/( পঁচিশ হাজার) টাকা সাহায্যে প্রদান, কোন শ্রমিক মেধাবী সন্তানের সাধারণ শিক্ষার ক্ষেত্রে অনধিক ২৫,০০০/ ( পঁচিশহাজার) টাকা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারি মেডিক্যাল কলেজ এবং সরকারি কৃষি / প্রকৌশল/ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি শিক্ষা উপকরণ ও অন্যান্য ব্যায় নির্বাহ বাবদ অনধিক ৩,০০, ০০০/( তিন লক্ষ) টাকা সহায়তা প্রদান, কোন শ্রমিকের বিশেষ দক্ষতায় স্বীকৃতিস্বরূপ ২৫,০০০/( পঁচিশ হাজার) টাকা প্রনোদনা প্রদান, শ্রমিকদের জীবন বীমা করণের জন্য যৌথ বীমার প্রবর্তন এবং এ খাতে অএ তহবিল হতে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে উল্লেখযোগ্য পরিমাণ প্রিমিয়ার পরিশোধ। এর আলোকে সিরাজগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শিল্পায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বহির্বিশ্বে দেশের সুনাম, মানবিক মূল্যবোধও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতজরণের সুমহান লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকও শ্রমিকদের পরিবারের কল্যাণ সাধনের জন্য শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।