সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক ঃ

২৫জুলাই সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন (বিএমএফ)সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়।জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগীতায় এবং বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আজাদ রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সাংস্কৃতিক ফোরার্মের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদসহ অন্যান্য সাংস্কৃতিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা আলোচনা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচয় পর্ব শেষে অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।