সিরাজগঞ্জে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
” মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে – সিরাজগঞ্জে রাজশাহী বিভাগীয় সম্মেলন ও গুণীজন সন্মাননা অনুষ্ঠিত হয়েছে।
এতে ৫ জন বিশিষ্ট মঞ্চ অভিনেতাকে ফুলেল শুভেচ্ছা প্রদান সহ ক্রেস্ট স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন – বিশিষ্ট মঞ্চ অভিনেতা আসাদ উদ্দিন পবলু (সিরাজগঞ্জ), আমির হোসন সুরুজ (সিরাজগঞ্জ), শাহজাদা হোসেন বাদশা (কাহালু থিয়েটার, বগুড়া) আল- হাদী (পাবনা), আনিসুর রহমান ( রাজশাহী) । শনিবার (১৯ ফেব্রয়ারী) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে – উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য শাহাদত হোসেন খান হিলু।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা, ভারপ্রাপ্ত সেক্রেটারি চন্দন রেজা,কোষাধ্যক্ষ সম্পাদক ড. চঞ্চল সৈকত , দপ্তর সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। ।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট নাট্যকার মোমিন বাবু। এ সম্মেলনে নাট্যনেত্রবৃন্দের সম্মতিক্রমে আগামীতে সাংগঠনিক পরিকল্পনা বৃদ্ধি করে নাট্য উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার রাজশাহী বিভাগের সদস্যরা এবং সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর, বিশিষ্ট নাট্যবিদ আনু ইসলাম, ফরিদুল ইসলাম সোহাগ সহ স্থানীয় নাট্যঅভিনেতা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।