সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের জনপ্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে সিরাজগঞ্জে
আলোচনা সভা ও কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭ঘটিকায় পৌর শহরের সনি আবাসিক হোটেলে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদের সভাপতিত্বে ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। প্রধান অতিথির বক্তব্যে তিনি পত্রিকা সুনাম ধরে রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান এবং তিনি পত্রিকার সাফল্য কামনা করেন।
এ ছাড়া দৈনিক যায়যায়দিন পত্রিকার সাফল্য কামনা করেছেন বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দরা। পত্রিকার সুনাম ধরে রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার উপর তারা গুরুত্ব আরোপ করেন।
অতিথিরা আরও বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকা সব সময় সাধারণ মানুষের কথা বলে। তারা সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করে বলেই যায়যায়দিন পত্রিকা আজও টিকে রয়েছে। এক সময়ে এ পত্রিকাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পত্রিকার সংবাদের জন্য মানুষ একটু হলেও হাতে তুলে প্রকাশিত সংবাদ পড়ার ইচ্ছা পোষন করতেন। এক সময়ে যায়যায়দিন ম্যাগাজিন আকারে বের হতো। মানুষ খুব মজা করে হাতে নিয়ে পড়তো। সেই সময় পত্রিকাটি সারা দেশে খুব জনপ্রিয় ছিলো। আমরা চাই পত্রিকার যেই সুনাম রয়েছে কর্তৃপক্ষ যেন সেই সুনাম ধরে রাখেন এবং ভাল ভাল সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করেন।