সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে নিউজবাংলা 24 ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
শুক্রবার(০১লা অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের এসএস রোডস্থ নিউজবাংলার কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিউজবাংলার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ।
এ সময় তিনি বলেন,অল্প সময়ের মধ্যে নিউজবাংলা পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। পাঠকের চাহিদাকে প্রাধান্য দিয়ে দ্রুত সঠিক খবর পরিবেশন করে পোর্টালটি।
নিউজবাংলাকে এই মান ধরে রেখে আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তৃণমূলের খবরের পাশাপাশি সরকারে উন্নয়নকে তুলে ধরতে হবে। তাঁতশিল্প ও কৃষি সংবাদ বেশি বেশি পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, ফজলে খোদা লিটন, ব্যবসায়ী মহলের প্রতিনিধি সিদ্দিকুর রহমান সিদ্দিক, স্কাউটস প্রতিনিধি মাসুম বিল্লাহ মাহি এবং শিক্ষকসমাজের প্রতিনিধি, ব্যাংকার্স ফোরামের প্রতিনিধিসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা।