সিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যু
মাসুদ রেজা, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ও কাওয়াখোলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নাসির এবং রাজ্জাক নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত সাইফুল (২৮) ও শামীমকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যমুনার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় এবং দুপুর ১২টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মুন্সী (৫০) সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকার দরবেশ আলী মুন্সীর ছেলে এবং নাসির উদ্দিন সায়দাবাদ ইউনিয়নের শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন জানিয়েছেন নিহত নাসির উদ্দিন শিল্পপার্ক এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্বরত ছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সাথে সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।
এ দিকে কাওয়াখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, আমার একমাত্র কাকা ৮নং কাওয়াকোলা ইউনিয়ন এর চর বর্ণি নিবাসী, বর্তমান ধানবান্ধি জে, সি রোড নিবাসী, আব্দুর রাজ্জাক মুন্সি, ব্যাবসায়ী ও ঠিকাদার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প আশ্রয়ণ -২ কাজের জন্য ইট বোঝাই নৌকায় কাজের সাইটে যাওয়ার পথে বর্ণি চরে অদ্য সকাল ১১ ঘটিকায় বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন, মরহুমের জানাজার
নামাজ আগামীকাল শনিবার সকাল ১১ঘটিকায় মালশাপাড়া পৌর কবরস্থানে অনুষ্ঠিত হবে।
এ সময় আহত হন সাইফুল ও শামীম নামে দুই শ্রমিককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদেরকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।