সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালন।

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে । এ উপলক্ষ্যে- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন সহ দোয়া ও আলোচনা সভা করা হয়েছে।

রবিবার ( ৮ আগষ্ট ) সকাল ১০টায় দিকে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়াম- সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং ডাঃ ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এই জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, জাতীয় জেলা মহিলা সংস্থা সভাপতি অ্যাডভোকেট রিমা সুলতানা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ড. জান্নাতআরা তালুকদার হেনরী এবং জেলা প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা

ও কর্মচারী এবং সেচ্ছাসেবী মহিলা সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে, বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং ভারচুয়াল বক্তব্য রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং আরো অনেকে।