সিরাজগঞ্জে বঙ্গবন্ধু’র ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
স্বাধীনতা মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস -২০২১ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ আগস্ট) সকালে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম – জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে, জেলা প্রশাসকের ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ- ২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম হোসেন আলী হাসান,( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ -সভাপতি বীরমুক্তিযোদ্বা আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড:বিমল কুমার দাস, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় আওয়ামী মহিলালীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, বীর মুক্তিযোদ্ধা,ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার সম্পাদক গাজী সোহরাব আলী সরকার, জেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না প্রমুখ ।
এ সময় প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে সংসদ সদস্য ডা : হাবিবে মিল্লাত মুন্না বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বাষিকী উপলক্ষে তিনি বলেন জাতির পিতা সোনার বাংলা করতে চেয়েছিলেন কিন্তুু পারেননি তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবে আমাদের সকল কে একসাথে কাজ করে যাব। পাশাপাশি তিনি সবাইকে টিকা নিতে অনুরোধ করেন।