সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“মুজিববর্ষে শপফ করি, দূর্যোগে জীবন-সম্পদ রক্ষাকরি” – এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও যান্ত্রিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও প্যারেড প্রদর্শন, বেলুন ফেস্টুন উড়িয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম।
এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ- সহকারী পরিচালক (চঃদাঃ) আলমগীর হোসেন। অনু্ষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান। এসময় ইউডি মোঃ জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের সদস্যরা ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, অগ্নিকান্ড কিংবা প্রাকৃতিক যে কোন দূর্যোগ মোকাবেলায় সবার আগে পাশে এসে দাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচায়। অগ্নিকান্ডের ঘটনায় মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি ক্ষতি নূন্যতম রাখতে সর্বোচ্চ প্রচেষ্টায় নিয়োজিত থাকে তারা । প্রাকৃতিক দূর্যোগেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্য সাধারণ মানুষের জানমাল সু-রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তারা প্রথম সারির যোদ্ধা।
