সিরাজগঞ্জে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ কর্তৃক মহান ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
মহান ২১শে ফেব্রয়ারি, ভাষা শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গী হামলার শিকার নিহত ব্যক্তিদের স্মৃতি ও স্মরনের সংগঠন ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ – সিরাজগঞ্জ জেলা শাখা। এ সংগঠনের আয়োজনে, ২১ফেব্রুয়ারির প্রথম প্রহর সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ভোরে প্রভাত ফেরি, শহীদ মিনারে ও সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত বই মেলায় ২শতাধিক জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকা বিতরন করা হয়।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ সাহা, সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, সংগঠক,সাহিত্য-সংস্কৃতিমনা মানুষ হেলাল আহম্মেদ , সাংগঠনিক সম্পাদক কাজী সোহেল রানা, অর্থ সম্পাদক রিপন সিংহ, দপ্তর সম্পাদক আনছার আলী বান্টু,সদস্য কবি,সাংবাদিক আজিজুর রহমানমুন্না ও সংগঠনের শিশু-কিশোর-কিশোরী শিক্ষার্থীদের অনেকে উপস্হিত ছিলেন।