সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
” শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি -২০১৯) সকালে একমতবিনিময় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক (পি ই ডি পি -৪) ও অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ। সঞ্চালনায় ছিলেন, ছাতিয়ানতলী সরকারি প্রধান শিক্ষক উদয় কুমার পাল ও গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুনামা আবেদীন। প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না তার বক্তব্য বলেন, শিক্ষার মানকে উন্নত করতে প্রাথমিক শিক্ষা বিস্তারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের প্রতি তিনি জোরালোভাবো আবেদন জানান, জ্ঞানঅর্জনের প্রাথমিক ভিত্তিকে মজবুত করতে শিক্ষার্থীদের উপস্হিতি বাড়িয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে যত্ন সহকারে শিক্ষা প্রদান করতে হবে। এজন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরন সরবরাহ সহ অব কাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।