সিরাজগঞ্জে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় একব্যক্তি নিহত ও আটজন আহত ।

আজিজুররহমানমু, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শুক্রবারে রাতে এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও দু’জন আহত হয়েছেন।
অপরদিকে, শনিবার (২২জুন)সকালে সিরাজগঞ্জ  সদরের সয়দাবাদের  মুলিবাড়িতে রয়েলডাস যাত্রীবাহী বাসের সাথে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত   ।

নিহত ব্যক্তির নাম হোসেন আলী (৩০)। তিনি কক্সবাজারের মহেশখালী এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

এ ছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন, মাদারীপুরের উত্তর রমজানপুর গ্রামের রমজান আলীর ছেলে এরশাদ (২৮), নরসিংদীর বাওলাপাড়ার অজিত সাহার ছেলে সানি সাহা (২৮), কাওদিপাড়ার সুরমান আলীর ছেলে হোসেন আলী (২৮), পাঁচদোলা গ্রামের খগেসের ছেলে শ্রী কৃষ্ণ (৫০) ও মোতালেব হোসেনের ছেলে সেলিম (৩০), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জানেক আলীর ছেলে হাফিজুল (৩২), ব্রাক্ষণবাড়িয়ার তালশহর এলাকার হাবিব (২২) ও ফেনীর শাহবাজপুর এলাকার সালেহ আহম্মেদের ছেলে রেদওয়ান আহম্মেদ (১৯)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ভোরে বঙ্গবন্ধু যমুনাসেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় ক্রেন দিয়ে গ্যাসপাইপ লাইনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সে সময় উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের সঙ্গে ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ক্রেনচালক হোসেন আলী নিহত হন। আহত হন দুজন।

এদিকে অপর দুর্ঘটনার ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হামীম জানান,শনিবার সকালে উত্তরাঞ্চল থেকে মাছবোঝাই একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু যমুনাসেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদের মূলিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েলডাস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক-আপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় ব্যক্তি আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.