সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশ ক্যান্টিন নির্মান কাজের উদ্ভোধন করলেন- পুলিশ সুপার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে পুলিশ সুপার কার্যালয় এর সামনে ফাঁকা স্থানে “পুলিশ ক্যান্টিন” নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয় এর সামনে আনুষ্ঠানিকভাবে ” পুলিশ ক্যান্টিন” নির্মাণের জন্য পিলার স্থাপনের মাধ্যমে কাজের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।

এ সময় পুলিশ সুপার বলেন-সম্পূর্ণ বেসরকারী খরচে প্রাইভেট ফান্ড হতে জেলা পুলিশের কল্যাণার্থে “পুলিশ ক্যান্টিন” নির্মাণ কাজ শুরু করা হয়েছে। আগামী ১-২ মাসের মধ্যে এ ক্যান্টিন নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।