সিরাজগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষন মামলায় ২ জন গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চম শ্রণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ এনে তার মা উল্লাপাড়া মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে । ওই মামলার চার আসামীর মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলো- মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলোংজানি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এক নম্বর আসামী হৃদয় হোসেন (১৮) ও একই গ্রামের রহমত আলীর ছেলে চার নম্বর আসামী আরিফুল ইসলাম আরিফ (১৭)। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা এবং জবানবদী নিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে পাঠিয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম জানান, উপজেলার মোহনপুর ইউনিয়নের এলোংজানি গ্রামের ওই শিশুকে বিভিন্ন কৌশলে একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে তার মা গতকাল বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় চারজনেক আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর-১১।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামী দু’জনকে গ্রেফতার করে। বাকি দু’জন পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার দু’জনকে দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে । বাকি দু’জনকে গ্রপফতারে পুলিশের জাড়ালো অভিযান চলছে বলে জানানো হয় । সিরাজগঞ্জে