সিরাজগঞ্জে ন্যায্যমুল্যে গরুর মাংস ও মুরগী বিক্রির ব্যবস্থা করছেন, মানবদরদী হাজী আব্দুস সাত্তার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর, মানবদরদী হাজী মোঃ আব্দুস সাত্তার।
তিনি এবার পবিত্র মাহে রমযান উপলক্ষে বেশ কিছু মহতী উদ্যোগে গ্রহণ করেন। রমযানের শুরুতেই ধানবান্ধি মহল্লা সহ বিভিন্ন এলাকার চার শতাধিক অসহায়, গরীব-দুঃখী মানুষদের মাঝে ফুড প্যাকেজ এবং ইফতার প্যাকেট বিতরণ করে আসছেন । রমজান শুরুর পর থেকে বাজারে মুরগির দর যখন ৩৬০-৩৭০ টাকা করে এবং গরুর মাংসের বাজার দর যখন ৭০০-৭৫০ টাকা করে বিক্রি হয়। তখনই হাজী মোঃ আব্দুস সাত্তার সাহেব তার নিজ উদ্যোগে শহরের ধানবান্ধিস্থ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কের সামনে ব্যাপকভাবে গবীর, নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জন্য সোনালী মুরগী ২৯০ টাকা দরে এবং ভালো দেশীজাতের ষাড় গরু কিনে এনে জবাই করে গরুর মাংস ৫৫০ টাকা করে এবং গরুর খাঁটি দুধ ৬০ টাকা কেজি ধরে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করেন।
এতে সুবিধা ভোগীরা সুফল ভোগ খুবই খুশি হন এবং মানবদরদী হাজী মোঃ আব্দুস সাত্তার এই উদ্যোগ সিরাজগঞ্জে ব্যাপক প্রশংসনীয়।