সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নৌকার ভোট প্রার্থনা করে গান,নাটক ওগম্ভীরা প্রদর্শন -বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার এমপি’র নৌকার প্রচারনার জন্য ঢাকা হতে আগত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের খ্যাতনামাা টিভি ও চলচ্চিত্র তারকা শিল্পীরা গান, নাটক আর গম্ভীরা প্রদর্শনের মাধ্যমে বৃহস্পতিবার (২০ডিসেম্বর-১৮) সন্ধ্যায় সিরাজগঞ্জে শহরের মুক্তির সোপান চত্বরে নৌকা মার্কায় ভোট চাইলেন। এসময় মনোমুগ্ধকর সাংস্কৃতিক এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। তারকারদের মধ্যে ছিলেন- নাট্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, আরমান পারভেজ মুরাদ, শিশির আহমেদ, ম আ সালাম, শ্যামল জাকারিয়া, মাটি, তমা ও কন্ঠশিল্পী অর্জুন কুমারসহ ৪০ জন সাংস্কৃতিক-কর্মী। এছাড়াও সিরাজগঞ্জের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।

উপস্থাপিকা জিনাত হাকিম বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারনা হালিমের নির্দেশে সারাদেশে প্রচারমূলক অনুষ্ঠান করছি। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানমালা চলবে।